

ডেস্ক রিপোর্ট।।
বন্ধু মানে বিশ্বস্ততা
ভরসা রাখা হাত,
খুনসুঁটি আর আড্ডায় মজে
সকাল-সন্ধ্যা-রাত।
বন্ধু মানে আগলে থেকে
কাঁধে কাঁধ রাখা,
সাড়া দেবে সকল সময়
যখন হবে ডাকা।
বন্ধু মানে পায়ে পায়ে
একই পথে চলা,
সবার আগে বন্ধুর কাছে
মনের কথা বলা।
বন্ধু মানে বিশ্বস্ততা
ভরসা রাখা হাত,
খুনসুঁটি আর আড্ডায় মজে
সকাল-সন্ধ্যা-রাত।
বন্ধু মানে আগলে থেকে
কাঁধে কাঁধ রাখা,
সাড়া দেবে সকল সময়
যখন হবে ডাকা।
বন্ধু মানে পায়ে পায়ে
একই পথে চলা,
সবার আগে বন্ধুর কাছে
মনের কথা বলা।