প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৩:১৯ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

অবশেষে এসআই সুকান্ত গ্রেপ্তার

অবশেষে এসআই সুকান্ত গ্রেপ্তার
তানহা আক্তার

তানহা আক্তার

খুলনা বিভাগীয় প্রতিনিধি

অবশেষে খুলনার আলোচিত এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ জুন) কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার কালবেলাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সদর থানায় দায়ের হওয়া একটি বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তারসংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয় কেএমপির বিবৃতিতে।

এদিকে, সুকান্ত দাসকে গ্রেপ্তারের পর এবার পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে মাঠে নেমেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন উপস্থিত ছিল। কেএমপি সদর দপ্তরের মূল ফটকের সামনের সড়ক আটকে বিক্ষোভ শুরু করে তারা।

বিএনপির নেতারা বলছেন, ৩৬ জুলাই পরবর্তী সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুলনার চিহ্নিত ডেভিলদের গ্রেপ্তারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মহানগরীর আইনশৃঙ্খলার চরম অবনতি কমিশনারের ব্যর্থতার ফসল। সন্ত্রাসীদের পদচারণায় খুলনা নগরী এখন প্রকম্পিত। হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভাগীয় শহর খুলনার আইন-শৃঙ্খলা রক্ষা করা এ ধরনের ব্যর্থ কর্মকর্তা দিয়ে মোটেই সম্ভব নয়। পুলিশ কমিশনার এসআই সুকান্তকে ছেড়ে দিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে শুধু ব্যর্থতার পরিচয় দেননি। তিনি পতিত সরকারের পক্ষ অবলম্বন করেছেন।



প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন