প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ৩:২০ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

স্টুডেন্টবিডি২৪ ফিরে আসায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের

স্টুডেন্টবিডি২৪ ফিরে আসায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের
আরাফাত রহমান

আরাফাত রহমান

সম্পাদক ও প্রকাশক

দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় শিক্ষাবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্টবিডি আবারও সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করেছে। এ খবরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দের ছাপ।

জানা গেছে, প্রযুক্তিগত সমস্যাসহ কিছু প্রশাসনিক জটিলতার কারণে স্টুডেন্টবিডি গত কয়েক বছর ধরে বন্ধ ছিল। তবে সম্প্রতি পোর্টালটি নতুন রূপে, আরও উন্নত ফিচার ও তথ্যবহুল কনটেন্ট নিয়ে পুনরায় চালু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, "স্টুডেন্টবিডি ছিল আমাদের দৈনন্দিন পাঠ ও ক্যারিয়ার গাইডেন্সের অন্যতম উৎস। এটি ফিরে আসায় আমরা খুবই আনন্দিত।"

একইভাবে চট্টগ্রাম কলেজের ছাত্র রাজীব হাসান জানান, "স্টুডেন্টবিডি-তে প্রতিদিনের শিক্ষা খবর, ভর্তি তথ্য, বৃত্তির আপডেট ও চাকরির বিজ্ঞপ্তি খুবই দ্রুত পাওয়া যেত। নতুন সংস্করণে আরও আধুনিক সুবিধা যুক্ত হয়েছে শুনে ভালো লাগছে।"

প্রতিষ্ঠানটির কর্তারা জানান, এবার তারা শিক্ষার্থীদের জন্য ইন্টারঅ্যাকটিভ সেকশন, লাইভ সাপোর্ট, ও শিক্ষক-ছাত্র যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্ত করেছেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বৃত্তি সংক্রান্ত নিয়মিত আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং উচ্চশিক্ষা বিষয়ক গাইডলাইন থাকবে আরও সুসংগঠিতভাবে।

অনেকেই সামাজিক মাধ্যমে স্টুডেন্টবিডি-র প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।

শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস প্রমাণ করে, তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষাসংক্রান্ত মাধ্যমগুলো কীভাবে তরুণ সমাজকে প্রভাবিত করছে এবং তাদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখছে।

প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন