প্রকাশের সময়: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

শেনজেন ভিসা নিয়ে জরুরি বার্তা সুইডেনের

শেনজেন ভিসা নিয়ে জরুরি বার্তা সুইডেনের
ফাহিম সরকার

ফাহিম সরকার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে ঢাকাস্থ সুইডেন দূতাবাস আর বেলজিয়ামের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদনের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর।

আজ রোববার ঢাকার সুইডেন দূতাবাস এক নোটিশে এই তথ্য জানায়।


নোটিশে বলা হয়, যদি শেনজেন এলাকায় ভ্রমণের জন্য বেলজিয়াম আপনার প্রধান গন্তব্য হয় তবে আপনাকে বেলজিয়াম কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি হালনাগাদ হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন