প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৩:৪৮ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও

ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও
মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী

সিলেট জেলা প্রতিনিধি

ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ফ্রান্স জানিয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলে যাওয়ার পথে ইরানি ড্রোনগুলোকে ভূপাতিত করেছে তারা। ১২ দিনের যুদ্ধবিরতি হওয়ার আগে ফরাসি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। ইসরায়েলে আক্রমণের জন্য ইরানের পাঠানো ড্রোনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, আমি নিশ্চিত করতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েক দিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় ১০টিরও বেশি ড্রোন আটক করেছে। হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেমের মাধ্যমে অথবা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে সেসব ভূপাতিত করা হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদীয় বিতর্কে লেকর্নু এমন স্বীকারোক্তি দেন।

এক্স-তে একটি পোস্টে বিতর্কের একটি ক্লিপ শেয়ার করে লেকর্নু লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইরানের উপর হামলায় অংশ নেয়নি। তবে আমরা বৈধ আত্মরক্ষার জন্য এই অঞ্চলে আমাদের ঘাঁটিগুলো রক্ষা করছি। আমাদের স্থাপনার উপর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার পথে বেশ কয়েকটি ইরানি ড্রোনকে বাধা দিয়েছে।

আইডিএফের মতে, সংঘাতের সময় ইরান ইসরায়েলে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০ ড্রোন নিক্ষেপ করেছিল। মঙ্গলবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাত শেষ হয়। এখন দুই পক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে।



প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন