প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৪:১৭ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশকে ২৪৭ রানে থামানোর পর লঙ্কানদের দুর্দান্ত শুরু

বাংলাদেশকে ২৪৭ রানে থামানোর পর লঙ্কানদের দুর্দান্ত শুরু
নুসরাত জাহান

নুসরাত জাহান

ঢাকা বিভাগীয় প্রতিনিধি

গলে হতাশাজনক বোলিংয়ের পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নিজেদের খোলস ছেড়ে বের হলো শ্রীলঙ্কা। একেবারে অন্য রূপে দেখা দিল তাদের বোলিং ইউনিট। আবহাওয়া ও পিচের সহায়তা থাকলেও সফরকারী বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে দারুণভাবে ভেঙে দিলেন লঙ্কান বোলাররা। বিশেষ করে অভিষিক্ত সোনাল দিনুশা ও পেসার আসিথা ফার্নান্দোর আগুন ঝরানো বোলিংয়ে টাইগারদের ইনিংস থেমে গেল মাত্র ২৪৭ রানে।

প্রথম দিন সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুটা করে দেন আসিথা। ম্যাচের চতুর্থ ওভারে তিনিই বোল্ড করেন ওপেনার এনামুল হক বিজয়কে। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তবে সেই জুটি ভাঙে ধনাঞ্জয়া ডি সিলভার দারুণ এক স্পিনে মুমিনুলকে ফেরানোর মাধ্যমে।

বৃষ্টির বাধা ছিল দ্বিতীয় সেশনে। তবে তার মাঝেও ছন্দ হারাননি লঙ্কান বোলাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে চাপে রাখেন সফরকারীদের। পিচে বল টার্ন করছিল, বৃষ্টি খেলা বন্ধ করায় ব্যাটারদের মাঠে থিতু হওয়ার সুযোগও ছিল না তেমন।

তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যেও ছিল কিছু সাহসী ইনিংস—সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১ ও তাইজুল ৩৩ রান করে দলকে কিছুটা ভরসা দেন। নাঈম হাসানও করেন ২৫ রান। তবুও একাধিক সহজ ক্যাচ ফেলে বাংলাদেশের স্কোরকে বড় হওয়ার সুযোগ দিয়েছিল স্বাগতিকরা। না হলে ২৪৭-এ থামার আগেই অলআউট হয়ে যেতে পারত টাইগাররা।


প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন