বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে মিলল ২ মণ গাঁজা

আরাফাত রহমান
আরাফাত রহমান
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৫:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে মিলল ২ মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে মিলল ২ মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ তিনটি অভিযান চালিয়ে সবমিলিয়ে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় নারীসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) দুপুরে কসবার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। স্থানীয় খোরশেদ আলমের (৪৬) বাড়িতে খাটের নিচে লুকানো অবস্থায় গাঁজাগুলো পাওয়া যায়। এ ঘটনায় খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তবে তার ছেলে মো. হাসান মিয়া (২৬) পালিয়ে গেছে।

Article large 1

একইদিন সকালে পুলিশ উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৪৫) নামে একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। তিনি গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার খাইলকৈর উত্তর গ্রামের বাসিন্দা।

অপরদিকে পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা পূর্বপাড়ার বটতলা ব্রিজ সংলগ্ন কসবা-নয়নপুর সড়কে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়ে। তারা হলেন- রাবেয়া আক্তার ওরফে শিউলী (২০) ও শিল্পী আক্তার ওরফে জান্নাত (১৯)। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তারা ভাসমান ঠিকানার এবং মূলত নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের কালবেলাকে জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে। মাদককারবারিরা যত চতুরই হোক না কেন, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

Article large 2

তিনি আরও জানান, তিনটি ঘটনায় পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


Loading...
×