ইউএসএ ভিজিট ভিসার জন্য ইন্টারভিউ মক সেশন নিচ্ছে ‘এমএমএস গ্লোবাল সার্ভিসেস’

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে শুধু ইন্টারভিউর উপযুক্ত প্রস্তুতির অভাবে। অনেক আবেদনকারী দূতাবাসে গিয়ে নার্ভাস হয়ে পড়েন বা সঠিকভাবে উত্তর দিতে না পারার কারণে রিজেকশন পান। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে এমএমএস গ্লোবাল সার্ভিসেস (MMS Global Services)—যারা শুরু করেছে ইউএসএ ভিজিট ভিসা আবেদনকারীদের জন্য ইন্টারভিউ মক সেশন।
এই মক সেশনের মূল লক্ষ্য হলো আবেদনকারীদের যুক্তরাষ্ট্র দূতাবাসের ইন্টারভিউ পরিস্থিতির সঙ্গে পরিচিত করে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো। বাস্তবসম্মত পরিবেশে পরিচালিত এই সেশনগুলোতে অংশগ্রহণকারীরা দূতাবাসে যেসব প্রশ্নের সম্মুখীন হতে পারেন, সেগুলোর উত্তর দেওয়ার অনুশীলন করতে পারবেন।
MMS Global Services এর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহমুদ মূসা জানান, "আমরা দেখেছি, অনেকেই সব কাগজপত্র ঠিকঠাক প্রস্তুত রেখেও শুধুমাত্র ইন্টারভিউতে ভুলের কারণে ভিসা পান না। আমাদের মক সেশনের মাধ্যমে আমরা আবেদনকারীদের আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছি, যেন তারা মূল ইন্টারভিউতে সফল হতে পারেন।"
🔹 মক সেশনে যা থাকছে:
বাস্তবভিত্তিক ইন্টারভিউ সিমুলেশন
অভিজ্ঞ কনসালট্যান্টের পরামর্শ
কমিউনিকেশন ও বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং
ডকুমেন্টেশন রিভিউ ও গাইডলাইন
এই সেশনে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন সিস্টেম, যার মাধ্যমে তারা জানতে পারবেন কোন জায়গায় উন্নতি প্রয়োজন।
🔹 কারা অংশ নিতে পারবেন?
যেসব ব্যক্তি ইউএসএ ভিজিট ভিসার জন্য আবেদন করছেন বা করার পরিকল্পনায় আছেন, তারা এই মক সেশনে অংশ নিতে পারবেন। বিশেষ করে যারা প্রথমবার যুক্তরাষ্ট্র ভ্রমণের চেষ্টা করছেন, তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর প্রস্তুতি।
🔹 কিভাবে অংশ নেবেন?
মক সেশনে অংশ নিতে আগ্রহীরা সরাসরি প্রতিষ্ঠানটির অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে MMS Global Services-এর অফিসিয়াল ওয়েবসাইট https://mmsglobal.io এ গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজ এবং হটলাইন নম্বরের মাধ্যমেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রেখেছে।