ভারতের দক্ষিণে তামিলনাডু থেকে উঠছে এক নতুন রাজনৈতিক ঝড়। জনপ্রিয় অভিনেতা ও তরুণদের আইডল থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি ১৫ লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে এবং এটি কেবল তামিলনাডুতেই সীমাবদ্ধ থাকবে না।
থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর পক্ষ থেকে ঘোষণা দেন, তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলো দ্রাবের মনেত্র কাজাগাম (ডিএমকে)। তিনি দাবি করেন, টিভিকে কোনো ভয় পায় না, কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না। পুরো তামিলনাডুর শক্তিই তাদের সঙ্গে আছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস—সবাই একসঙ্গে প্রকাশ করেছে বিজয়ের ঝড়ো ঘোষণা। বিশ্লেষকদের মতে, একজন সুপারস্টার রাজনীতিকের মুখে *‘ফ্যাসিবাদী বিজেপি’* শব্দ উচ্চারণ নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা।
গত বছরের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল টিভিকে তামিল রাজনীতিতে আলোড়ন তুলছে। সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার—এই চার মূলনীতিকে ভিত্তি করে দলটি গড়ে উঠেছে। যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত।
সমাবেশে বিজয়ের প্রতিটি বক্তব্যের পর করতালি আর উল্লাসে ফেটে পড়েন লাখো মানুষ। মাদুরাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন— “আমরা নীরব দর্শক নই, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিলনাডু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা ছাপিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন জনপ্রিয় তারকার দৃঢ় অবস্থান নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে বলেই তাদের অভিমত।