বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের বাইরে অক্সফোর্ড ও কেমব্রিজ

নাজমুল ইসলাম
নাজমুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
প্রথমবার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের বাইরে অক্সফোর্ড ও কেমব্রিজ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত অক্সফোর্ড ও কেমব্রিজ এবার ইতিহাসে প্রথমবারের মতো টাইমস এবং সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এর শীর্ষ তিন থেকে ছিটকে পড়েছে। এ বছর দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অবস্থান করছে চতুর্থ স্থানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।

টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান দখল করেছে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)। দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ এবং তৃতীয় স্থানে অবস্থান করছে ডারহাম বিশ্ববিদ্যালয়। ডারহাম এ বছর “ইউনিভার্সিটি অব দ্য ইয়ার” হিসেবেও স্বীকৃতি পেয়েছে। গত বছর পঞ্চম স্থান থেকে এ বছর দুই ধাপ এগিয়েছে প্রতিষ্ঠানটি।

টাইমস গাইড প্রকাশিত তালিকা অনুযায়ী, গত ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন হলো যে, অক্সফোর্ড ও কেমব্রিজ কেউই শীর্ষ তিনে স্থান করে নিতে পারেনি। এ বছর এলএসই এবং সেন্ট অ্যান্ড্রুজের অগ্রগতির পাশাপাশি ডারহামের উন্নত পারফরম্যান্স তাদের আরও নিচে নামিয়েছে।

র‍্যাংকিংয়ের সম্পাদক হেলেন ডেভিস বলেন, ‘খুব প্রতিযোগিতামূলক শীর্ষ দশে ডারহাম মাত্র এক বছরে দুই ধাপ এগিয়েছে, যা বিশাল সাফল্য। এর ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ ইতিহাসে প্রথমবার শীর্ষ তিন থেকে বাদ পড়েছে। শিক্ষার মান ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নত হওয়ায় ডারহামের পারফরম্যান্স এ বছর আরও উজ্জ্বল হয়েছে।’

নতুন তালিকায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন ষষ্ঠ, এরপর ক্রমানুসারে বাথ, ওয়ারউইক, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং ব্রিস্টল স্থান পেয়েছে। স্কটল্যান্ডের স্ট্রাথক্লাইড শীর্ষ দশে জায়গা না পেলেও “রানার-আপ ইউনিভার্সিটি অব দ্য ইয়ার” স্বীকৃতি অর্জন করেছে।

আঞ্চলিক সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় লন্ডনে এলএসই, উত্তর-পূর্বে ডারহাম, পূর্বে কেমব্রিজ, মিডল্যান্ডসে ওয়ারউইক, দক্ষিণ-পশ্চিমে বাথ, দক্ষিণ-পূর্বে অক্সফোর্ড এবং উত্তর আয়ারল্যান্ডে কুইন্স বেলফাস্ট বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অবশ্য অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান দখল করেছে। তবে টাইমস ও সানডে টাইমসের র‍্যাংকিংয়ে পরিবর্তনটি যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিযোগিতার নতুন বাস্তবতাকে তুলে ধরেছে। পূর্ণাঙ্গ ফলাফল দ্য সানডে টাইমস-এর বিশেষ ৯৬ পৃষ্ঠার পরিপূরক সংখ্যায় প্রকাশিত হবে আগামী ২১ সেপ্টেম্বর।

টাইমস এবং সানডে টাইমস যথাক্রমে ১৯৯৩ এবং ১৯৯৮ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে। এই তালিকা শিক্ষার মান এবং অভিজ্ঞতা, গবেষণার মান, স্থায়িত্ব এবং স্নাতক সম্ভাবনার প্রতি শিক্ষার্থীদের সন্তুষ্টি বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
Article large 1
Loading...
×