ফিরে আসলো স্টুডেন্টবিডি২৪
শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করবে স্টুডেন্টবিডি

তানভীর আহমেদ
প্রকাশিত: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৮:১১ পিএম
প্রকাশিত: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৮:১১ পিএম

বাংলাদেশের শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে স্টুডেন্টবিডি২৪। শুধু শিক্ষার্থীদের পক্ষে কথা বলে এমন গণমাধ্যম বাংলাদেশে নেই বললেই চলে, সেই সমস্যাকে চিহ্নিত করে আবারো ফিরত আসলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রথম অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্টবিডি২০২৪।
নানান প্রতিবদন্ধকতায় যাত্রা শুরুর ৫ বছর পর ২০২১ সালে বন্ধ হয়ে যায় এই পোর্টাল, তবে আজ ৬ই আগস্ট থেকে আবারো নতুন যাত্রা শুরু করলো স্টুডেন্টবিডি।
নানান প্রতিবদন্ধকতায় যাত্রা শুরুর ৫ বছর পর ২০২১ সালে বন্ধ হয়ে যায় এই পোর্টাল, তবে আজ ৬ই আগস্ট থেকে আবারো নতুন যাত্রা শুরু করলো স্টুডেন্টবিডি।
শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে এবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্টুডেন্টবিডি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
স্টুডেন্টবিডি’র প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় এবং তথ্যপ্রবাহ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত, অভিযোগ, দাবি এবং সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে পারবে।
স্টুডেন্টবিডি’র প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় এবং তথ্যপ্রবাহ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত, অভিযোগ, দাবি এবং সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে পারবে।
স্টুডেন্টবিডি’র প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদ মুসা বলেন, "আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থী যেন তাঁর কণ্ঠস্বর পাবলিক স্পেসে তুলে ধরতে পারে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কথা শোনা, বোঝা এবং সেই অনুযায়ী সমাজ ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা।"
এই প্ল্যাটফর্মে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবেদন প্রকাশ করা হবে, যেমন: শিক্ষা ব্যবস্থা, ক্যাম্পাস সমস্যা, ক্যারিয়ার গাইডলাইন, ছাত্ররাজনীতি, মনোরোগ সচেতনতা, এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ।
এই প্ল্যাটফর্মে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবেদন প্রকাশ করা হবে, যেমন: শিক্ষা ব্যবস্থা, ক্যাম্পাস সমস্যা, ক্যারিয়ার গাইডলাইন, ছাত্ররাজনীতি, মনোরোগ সচেতনতা, এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ।
উল্লেখ্য, স্টুডেন্টবিডি্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তাঁদের প্রতিবেদন পাঠিয়ে অংশগ্রহণ করতে পারবে