বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর ইস্যুতে যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সজীব চন্দ্র দাস
সজীব চন্দ্র দাস
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ২:৩৪ পিএম
একাত্তর ইস্যুতে যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে একাত্তর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ’৭১-এ মুক্তিযুদ্ধের ইস্যু ১৯৭৪ সাল ও পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মীমাংসা হয়ে গেছে, এখন সময় এগিয়ে যাওয়ার।

Article large 1

এর আগে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার।

ইসলামাবাদ থেকে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের কেউ ঢাকা সফর করেছিলেন ২০১২ সালের নভেম্বরে। তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী বাংলাদেশে এসেছিলেন।

গত বছর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। উভয় দেশ সরাসরি জাহাজ চলাচল, ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

Article large 2
Loading...
×