বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্টে কার্যনির্বাহী পরিষদের অনাস্থা জ্ঞাপন

আরাফাত রহমান
আরাফাত রহমান
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম
জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্টে কার্যনির্বাহী পরিষদের অনাস্থা জ্ঞাপন

জে-সিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বর্ডি শনিবার দুপুর ১২ টা থেকে বিকাল ০৫:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়েছে আজ সেনা প্রাঙ্গণ , ক‍্যান্টনমেন্টে ।


Article large 1

উক্তি মিটিংটির চেয়ার পার্সন ছিলেন জেসিআই বাংলাদেশ এর বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট “কাজী ফাহাদ “।উক্ত মিটিং এ জেসিআই বাংলাদেশ এর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ।তার মধ্যে মুখ্য বিষয় ছিলো দীর্ঘ নয় মাস ধরে আলোচিত জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট ।


উক্ত রিপোর্টে জেসি আই বাংলাদেশের অনেক অনুষ্ঠানেরই সুষ্ঠু হিসাব (আর্থিক বিষয়াদি) পাওয়া যায়নি ।তার অধীনে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে  তাই জেসিআই বাংলাদেশের মেজরিটি বোর্ড মেম্বারসরা অনাস্থা প্রস্তাব পাস করেছে।

Article large 2

উপস্থিত ৪৯ জন সদস্যের মধ্যে ৩১ জন ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা প্রকাশ করে “নো-কনফিডেন্স “ শো করেন বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট এর প্রতি ।


তারা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সঠিকভাবে সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং জেসিআই বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।

একই সঙ্গে, উক্ত মিটিং এ ২০২৫ সালের অবশিষ্ট সময়ের জন্য জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সকল অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও গৃহীত হয়েছে পরবর্তী নোটিশ পাওয়ার পূর্ব পর্যন্ত ।

Article large 3
Loading...
×