শেষ সুযোগ আজ বাংলাদেশের, সামনে আফগানিস্তান!

প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ পিএম

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটাই টাইগারদের জন্য ‘ডু অর ডাই’।
প্রথম ম্যাচে হংকংকে সহজেই হারিয়ে শুভসূচনা করেছিল লিটন দাসের দল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেটে হেরে বেশ চাপে পড়ে গেছে তারা। দুই ম্যাচে এক জয় ও এক হারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সুপার ফোরে জায়গা করে নিতে হলে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই।
অন্যদিকে আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। তাদের সংগ্রহেও ২ পয়েন্ট। বাংলাদেশের কাছে হেরে গেলেও আফগানদের সামনে থাকবে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।
বাংলাদেশ শিবির জানে, এই ম্যাচই নির্ধারণ করবে তাদের টুর্নামেন্ট ভাগ্য। অধিনায়ক লিটন দাস স্পষ্ট করে বলেছেন, ‘এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। ঘুরে দাঁড়াতে আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব।’
মিডল অর্ডারের ব্যাটার জাকের আলীর মতে, এক ম্যাচ হারে আত্মবিশ্বাস কমেনি দলের, বরং লক্ষ্য আরও পরিষ্কার হয়েছে-ট্রফি জয়, ‘আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি।’
তবে পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ততটা উজ্জ্বল নয়। দুই দলের টি-টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে ১২ ম্যাচে আফগানরা জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৫টিতে। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ৫ বারের সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ২ বার, আফগানিস্তান ৩ বার। সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি সংস্করণে মুখোমুখি হয়ে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা।
তবুও সাম্প্রতিক সাফল্য থেকে আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ। এশিয়া কাপে আসার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জিতেছে লিটনরা। এছাড়া ইনজুরি থেকে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, যা বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।