বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে ফের উড়িয়ে দিলো ভারত

ডেস্ক রিপোর্ট।।
ডেস্ক রিপোর্ট।।
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
পাকিস্তানকে ফের উড়িয়ে দিলো ভারত

এশিয়া কাপের দ্বিতীয় সাক্ষাতেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। বদলার আশায় দুবাই খেলতে নেমেছিল পাকিস্তান। তবে সেই আশা পূরণ হয়নি সালমান আলি আগাদের। এবার সুপার ফোরের ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

শুধু মাঝে ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ের অপেক্ষা বাড়িয়েছে পাকিস্তান। তার আগে মরুর বুকে ঝড় তুলেছিলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। এতটাই যে ৯ ওভার শেষ না হতেই এক শ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৪৭ রানে গিল আউট হলে ১০৫ রানে জুটি যায় ভেঙে।

Article large 1

২৮ বলের ইনিংসটিতে কোনো ছক্কা না হাঁকালেও ৮ চার মারেন ভারতের টেস্ট অধিনায়ক। গিল আউট হওয়ার আগে অভিষেককে নিয়ে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডবই চালান। মাঠের চারপাশে চার-ছক্কার বৃষ্টি নামান। ফাহিম আশরাফের বলে বোল্ড হওয়া গিল ফিফটি করতে না পারলেও তার ওপেনিং সঙ্গী পেরেছেন।

সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান অভিষেকের সঙ্গে হারিসের তর্কে জড়ানোর মুহূর্ত। ছবি : ক্রিকইনফো বদলার আশায় দুবাই খেলতে নেমেছিল পাকিস্তান। তবে সেই আশা পূরণ হয়নি সালমান আলি আগাদের। উল্টো এশিয়া কাপের দ্বিতীয় সাক্ষাতেও পাত্তা পেল না পাকিস্তান। এবার সুপার ফোরের ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

শুধু মাঝে ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ের অপেক্ষা বাড়িয়েছে পাকিস্তান। তার আগে মরুর বুকে ঝড় তুলেছিলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। এতটাই যে ৯ ওভার শেষ না হতেই এক শ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৪৭ রানে গিল আউট হলে ১০৫ রানে জুটি যায় ভেঙে।

Article large 2

২৮ বলের ইনিংসটিতে কোনো ছক্কা না হাঁকালেও ৮ চার মারেন ভারতের টেস্ট অধিনায়ক। গিল আউট হওয়ার আগে অভিষেককে নিয়ে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডবই চালান। মাঠের চারপাশে চার-ছক্কার বৃষ্টি নামান। ফাহিম আশরাফের বলে বোল্ড হওয়া গিল ফিফটি করতে না পারলেও তার ওপেনিং সঙ্গী পেরেছেন।

২৪ বলে ফিফটি স্পর্শ করা অভিষেক আউট হয়েছেন ৭৪ রানে। ১৮৯.৭৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বলকে সীমানা ছাড়া করার সময় ছক্কার একটা রেকর্ডও গড়েছেন।

বলের হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক। ৩৩১ বলে পেছনে ফেলেছেন এভিন লুইসের গড়া মাইলফলক।


Article large 3



Loading...
×