বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে টাইগ্রেসদের অফিশিয়াল ফটোসেশন

সজীব চন্দ্র দাস
সজীব চন্দ্র দাস
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৪ পিএম
বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে টাইগ্রেসদের অফিশিয়াল ফটোসেশন

নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে ফটোসেশনে অংশ নিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দলীয় ছবিতে অংশ নেওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চের লড়াইয়ের আগে নিজেদের আত্মবিশ্বাসী হিসেবেই উপস্থাপন করলেন নিগার সুলতানা জ্যোতিরা।

Article large 1

মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে তারা। দুটি ম্যাচই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ হবে।

বাংলাদেশের মূল লড়াই শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশ নারী দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। অন্যদিকে রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা কিংবা নিশিতা আক্তারের মতো তরুণ প্রতিভারা যোগ করবেন বাড়তি প্রাণশক্তি। বিশেষ করে বোলিং আক্রমণে নাহিদা ও মারুফার পাশাপাশি নতুন মুখরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন।

Article large 2

নারী বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।


Loading...
×