ফাইনালে চোখ রেখে ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৫ পিএম

স্বপ্নের ফাইনালের আরও কাছে পৌঁছানোর সুযোগ সামনে বাংলাদেশের। এমন সুযোগ তো কমই আসে! তবে সামনে মহা কঠিন দুই পরীক্ষা। এশিয়া কাপের সুপার ফোরে দ্বিতীয় ম্যাচেই আজ রাতের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে রানার্স-আপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করে লিটন দাসের দল। যদিও গ্রুপ পর্বে একই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল টাইগাররা। কিন্তু সুপার ফোরে ৪ উইকেটের জয় এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস।
সুপার ফোরের প্রথম ম্যাচে বোলাররা ৭ উইকেটে ১৬৮ রানের বেশি করতে দেননি শ্রীলঙ্কাকে। এরপর ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসান ও মিডল অর্ডারের তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে সহজেই জয় দেখতে শুরু করে বাংলাদেশ। শেষ ওভারে ৫ রান দরকার থাকলেও টানটান উত্তেজনায় তিন বলে দুই উইকেট হারায় টাইগাররা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
দৃশ্যপট এটাই বলছে-ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল হবে। সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের বোলাররাই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা। এর সঙ্গে যোগ হয়েছে ধীরগতির দুবাইয়ের উইকেট-যা বাংলাদেশের বোলিং আক্রমণের জন্য বাড়তি সুবিধা হতে পারে। টসও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। রান তাড়া করে আগের দুটি ম্যাচ জেতায় অধিনায়ক লিটন দাসের ভাগ্যবান টস জয়ের ধারাবাহিকতাও এখানে গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারত এশিয়া কাপে এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানসহ চারটি ম্যাচ জিতেছে। তবু বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ভীত নন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,
‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে, সেটা এখন কোনো ব্যাপার নয়। নতুন ম্যাচে সাড়ে তিন ঘণ্টা খেলাটাই আসল। আমরা ভারতের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করব।’
টি-টোয়েন্টিতে রেকর্ড যদিও বাংলাদেশের হয়ে কথা বলছে না। টাইগাররা ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে জিতেছে মাত্র একবার। সেটি ২০১৯ সালে দিল্লিতে, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত ও বাংলাদেশের ১৫ ম্যাচে ১৩টিতেই জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে মাত্র দু’বার। তবে পরিসংখ্যান নয়, আজকের ম্যাচের ওপরই সব নির্ভর করছে।
অধিনায়ক লিটন দাস চোট পেলেও তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। বরং টুর্নামেন্টে ব্যাট হাতে তিনিই সবচেয়ে ধারাবাহিক। ৪ ইনিংসে ১১৯ রান করে শীর্ষ রান সংগ্রাহকের দৌড়ে আছেন লিটন। তার ফর্মই আজ রাতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
ভারত
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।