বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অলিখিত সেমিতে পাকিস্তানের চ্যালেঞ্জে বাংলাদেশ

সজীব চন্দ্র দাস
সজীব চন্দ্র দাস
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অলিখিত সেমিতে পাকিস্তানের চ্যালেঞ্জে বাংলাদেশ

অনেকটা সরল সমীকরণ বাংলাদেশের সামনে। জিতলে সরাসরি ফাইনাল। হারলে বিদায়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে হার বাংলাদেশকে কিছুটা পিছিয়ে দিয়েছে বটে, তবে ফাইনালে ওঠার আশা এখনো টিকে আছে টাইগারদের।

গতকাল বুধবার দুবাইতে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৪১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের ১৬৯ রানের জবাবে টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ১২৭ রানে। সাইফ হাসানের ৬৯ রানের ঝলক ছাড়া কেউই কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

Article large 1

এই জয়ে সুপার ফোরে টানা দুই ম্যাচে জয় তুলে ফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার বিদায়ও। কারণ, ভারতের হার ছাড়া টিকে থাকার কোনো সমীকরণই তাদের পক্ষে ছিল না।

বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে জয় সমীকরণকে জটিল করে তুলত। সে ক্ষেত্রে নেট রানরেটের হিসাব কষতে হতো একাধিক দলের। কিন্তু ভারতের জয়ে সমীকরণ সহজ হয়ে গেছে। এখন আর কোনো জটিল হিসাবের দরকার নেই-আজ বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ কার্যত হয়ে উঠেছে সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দলই ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল।

দুই দলেরই সমান ২ পয়েন্ট, তবে নেট রানরেটে এগিয়ে আছে পাকিস্তান (০.২২৬), পিছিয়ে বাংলাদেশ (-০.৯৬৯)। অর্থাৎ বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, জিততে হবে দৃঢ়তায়। টি-টোয়েন্টির সাম্প্রতিক ইতিহাস অবশ্য আশার সঞ্চার করছে টাইগার শিবিরে। শেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পাকিস্তানের হলেও দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল লিটন দাসের দল।

Article large 2

সব মিলিয়ে দুবাইয়ে আজকের ম্যাচ হবে অঘোষিত সেমিফাইনাল। জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। যেখানে অপেক্ষায় ভারত। আর হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

Loading...
×