বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্টুডেন্টবিডি২৪ ফিরে আসায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের

আরাফাত রহমান
আরাফাত রহমান
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ৩:২০ পিএম
স্টুডেন্টবিডি২৪ ফিরে আসায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের

দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় শিক্ষাবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্টবিডি আবারও সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করেছে। খবরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ আনন্দের ছাপ।

জানা গেছে, প্রযুক্তিগত সমস্যাসহ কিছু প্রশাসনিক জটিলতার কারণে স্টুডেন্টবিডি গত কয়েক বছর ধরে বন্ধ ছিল। তবে সম্প্রতি পোর্টালটি নতুন রূপে, আরও উন্নত ফিচার তথ্যবহুল কনটেন্ট নিয়ে পুনরায় চালু হয়েছে।

Article large 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, "স্টুডেন্টবিডি ছিল আমাদের দৈনন্দিন পাঠ ক্যারিয়ার গাইডেন্সের অন্যতম উৎস। এটি ফিরে আসায় আমরা খুবই আনন্দিত।"

একইভাবে চট্টগ্রাম কলেজের ছাত্র রাজীব হাসান জানান, "স্টুডেন্টবিডি-তে প্রতিদিনের শিক্ষা খবর, ভর্তি তথ্য, বৃত্তির আপডেট চাকরির বিজ্ঞপ্তি খুবই দ্রুত পাওয়া যেত। নতুন সংস্করণে আরও আধুনিক সুবিধা যুক্ত হয়েছে শুনে ভালো লাগছে।"

প্রতিষ্ঠানটির কর্তারা জানান, এবার তারা শিক্ষার্থীদের জন্য ইন্টারঅ্যাকটিভ সেকশন, লাইভ সাপোর্ট, শিক্ষক-ছাত্র যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্ত করেছেন। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক বৃত্তি সংক্রান্ত নিয়মিত আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং উচ্চশিক্ষা বিষয়ক গাইডলাইন থাকবে আরও সুসংগঠিতভাবে।

Article large 2

অনেকেই সামাজিক মাধ্যমে স্টুডেন্টবিডি- প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।

শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস প্রমাণ করে, তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষাসংক্রান্ত মাধ্যমগুলো কীভাবে তরুণ সমাজকে প্রভাবিত করছে এবং তাদের শিক্ষা ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখছে।

Article large 3
Loading...
×