বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রোজা কবে শুরু হতে পারে, জানাল আমিরাত

আদনান সিদ্দিকী
আদনান সিদ্দিকী
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৪:২৯ পিএম
রোজা কবে শুরু হতে পারে, জানাল আমিরাত

আগামী ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।

Article large 1

শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

রমজান হলো ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ মাসে মুসলমানরা ফজরের (ভোরের) আগে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন এবং সূর্যাস্তের পরে ইফতারের মাধ্যমে তা ভাঙেন। রমজান মাসে কোরআন শরিফ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব বেড়ে যায়।

Article large 2

রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

এ ছাড়া এ মাসে মুসলিম সমাজে দান-সদকা, ইফতার আয়োজন ও দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ে।

রমজান শেষে উদযাপন করা হয় ঈদুল ফিতর। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন সকালে বিশেষ নামাজ আদায় ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।


Article large 3


Loading...
×